অদ্য ০৪/০৮/১৯, রোজ রবিবার জেলা বীজ প্রত্যয়ন অফিসারের কার্য ালয়, লালমনিরহাট এ অংশীজনের অংশগ্রহনে এক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো: শফিকুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন অফিসার । উক্ত সভায় বীজ উৎপাদনকারীগণ ও উপস্থিত ছিলেন । সভায় বীজ উৎপাদন আইন ২০০৯ এর ধারা ৮ অনুযায়ী বীজ ডিলার নিবন্ধন সনদপত্র নবায়ন ও নতুন সনদপত্র গ্রহনের বিষয়ে আলোচনা করা হয়। সভায় এই আইন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়। বীজ আইন এর ধারা ৮ অনুযায়ী নিবন্ধিত জাতের/ফসলের বীজ বিপণন করা যাইবে মর্মে সভায় আলোচনা করা হয় এবং নিবন্ধিত নয় এমন জাতের/ফসলের বীজ বিক্রয়/সংরক্ষন না করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। বীজের গুণগত মান উন্নত করার জন্য বীজ উৎপাদন প্রযুক্তি ও কৌশল যথাযথ ভাবে অনুসরনের জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS