Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Training held at District Seed Certification Office, Lalmonirhat on production of quality seed, storage, distribution and market monitoring,
Details

অদ্য ২২ অক্টোবর ২০১৯ খিৃ: তারিখে জেলা বীজ প্রত্যয়ন অফিস লালমনিরহাট এ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরন এবং সমন্বিত বাজার মনিটরিং শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মতিয়ার রহমান হাওলাদার, অতিরিক্ত উপপরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সি মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনজুরুল হক, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, রংপুর অঞ্চল, রংপুর মহোদয় এবং জনাব বিধু ভূষন রায়, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাট মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ শফিকুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, লালমনিরহাট মহোদয়। উক্ত অনুষ্ঠানে জনাব মোছাঃ শারমীন আরা খন্দকার, বীজ প্রত্যয়ন অফিসার, লালমনিরহাট মহোদয় ও উপস্থিত ছিলেন।প্রশিক্ষণে ৩০ জন বীজ উৎপাদনকারী ও স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন। 

Images
Attachments
Publish Date
22/10/2019
Archieve Date
24/10/2020