Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
discussion programme held at rajpur, sadar, lalmonirhat at 17/03/2020
Details

গত ১৭/০৩/২০২০ তারিখে রাজপুর ইউনিয়ন পরিষদ, সদর, লালমনিরহাট চত্বরে উপজেলা কৃষি অফিস, সদর, লালমনিরহাট কতৃক  বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু কৃষি উৎসবের অলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,লালমনিরহাট । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার, লালমনিরহাট ; জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, লালমানরহাট; জেলা মৎস্য কর্মকর্তা, লালমনিরহাট  ও কৃষি মন্ত্রনালয়ের আওতাধীন দপ্তর সমূহের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সভায় কৃষি উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান ও ভাবনা, বঙ্গবন্ধু বিষয়ক স্মৃতিচারণ , স্থানীয় কৃষি সমস্যা ও উত্তরণের উপায় ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।

Images
Attachments
Publish Date
22/03/2020
Archieve Date
08/07/2021