Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
extension programme for cultivation of aus rice
Attachments

পানি  সাশ্রয়ী ধান ফসল হিসেবে আউশ ধান উৎপাদন বৃদ্ধির জন্য সহকারী  উদ্যোগ গ্রহন করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান কতৃক আউশ মৌসুমে রোপন উপযোগী উচ্চ ফলনশীল জাত হিসেবে ব্রি ধান ৪৮ উদ্ভাবন করা হয়েছ। এ বছর লালমনিরহাট জেলায় ব্রি ধান ৪৮ জাতের প্রত্যায়িত বীজের ১২ হেক্টর মাঠ প্রত্যয়ন দেয়া হয়েছে। উৎপাদিত বীজের  পরিমান ৪২০০০ কেজি। তামাক , ভুট্টা কর্তনের পরই রোপন উপযোগী এ জাতটি পানি  সাশ্রয়ের মাধ্যমে চাল উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।