উপজেলা কৃষি অফিস, কালীগঞ্জ, লালমনিরহাট ও মদাতি ইউনিয়ন পরিষদ, কালীগঞ্জ, লালমনিরহাট কতৃক আয়োজিত বিজয় উৎসবের সাথে সমন্বয় করে কৃষি উৎসব ২০১৯ বাস্তবায়ন করা হয়। প্রশাসনিক, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কৃষিতে বর্তমান সরকারের সাফল্য ও আগামী দিনের বানিজ্যিক কৃষি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কালীগঞ্জ, লালমনিরহাট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বীজ প্রত্যয়ন এজেন্সি ও কৃষি গবেষণা প্রতিষ্ঠানের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জ, লালমনিরহাট। অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন সম্মানিত চেয়ারম্যান, মদাতি ইউনিয়ন পরিষদ, কালীগঞ্জ, লালমনিরহাট। মেলায় বীজ প্রত্যয়ন এজেন্সি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ইস্পাহানী এগ্রো লিঃ কতৃক আকর্ষণীয় স্টল স্থাপন করা হয়। স্থানীয় কৃষকদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগীতা আয়োজন করা হয় এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় কৃষি বিষয়ক গান ও অন্যান্য সাংস্কৃতিক উপস্থাপনা মঞ্চস্থ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস